ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

লক্ষ্মীপুর: বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

 

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসময় সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের সভাপতি মোসাদ্দেক হোসেন বাবর, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ, সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন রতন, দপ্তর সম্পাদক আব্দুল রহিম রাজন, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সভাপতি আমির আহম্মেদ রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।