ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ঈশ্বরদী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী প্লাজা কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

আরো উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আবু আহাম্মেদ নাসিম পাভেল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামাল উদ্দিন ও সদস্য মোখলেছুর রহমান তালুকদার প্রমুখ।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য শিহান শরিফ তমালকে সভাপতি ও রাজিব সরকারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।