ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে আওয়ামী লীগের জনসভা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
সিলেটে আওয়ামী লীগের জনসভা স্থগিত

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আগামী বুধবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা জনসভা স্থগিত করা হয়েছে।

সিলেট: সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আগামী বুধবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা জনসভা স্থগিত করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের তফসিল রোববার ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে, এ কারণে বুধবারের জনসভা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, আগামী বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিলো। ৎ

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এনইউ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।