ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বুলু, শিমুল বিশ্বাসসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বুলু, শিমুল বিশ্বাসসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর মিরপুর থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় বরকত উল্লাহ বুলু, মারুফ কামাল, শিমুল বিশ্বাসসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা: রাজধানীর মিরপুর থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় বরকত উল্লাহ বুলু, মারুফ কামাল, শিমুল বিশ্বাসসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার চার্জশিট আমলে নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন মোল্লা সোমবার (২১ নভেম্বর) এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল পরোয়ানা জারির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নিরব ও মীর সরাফত আলী সফু।

২০১৫ সালের ১৯ মার্চ মিরপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬/আপডেট: ১৪১৩ ঘণ্টা
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।