ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদীতে আ’ লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ঈশ্বরদীতে আ’ লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ‌ইউনিয়নে বালুঘাট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ‌ইউনিয়নে বালুঘাট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দু’জন আহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহিদুর রহমান ডন ও উজ্জ্বল হোসেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে বালুঘাট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে শাহিদুর রহমান ডন ও উজ্জ্বল হোসেন নামে দুই ব্যক্তি আহত হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।