ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
গোপালগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা জহির রায়হানের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে স্বজন ও এলাকাবাসী।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা জহির রায়হানের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টায় গোপালগঞ্জবাসীর ব্যানারে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনকারীরা ব্যানার ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভ মিছিল করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী জহিরকে কুপিয়ে জখম করে ও বাম হাতের কব্জি কেটে নেয়। বর্তমানে আসামিরা মামলার বাদীকে নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।