ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগ নেতা ছানু মিয়া আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগ নেতা ছানু মিয়া আর নেই

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিয়া আখতার হোসেন (ছানু মিয়া) আর নেই (ইন্নালিল্লাহি....রাজেউন)।

সুনামগঞ্জ: যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিয়া আখতার হোসেন (ছানু মিয়া) আর নেই (ইন্নালিল্লাহি....রাজেউন)।
 
মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।


 
ছানু মিয়া দীর্ঘদিন ধরে পরিবারসহ যুক্তরাজ্য বসবাস করতেন। বাংলাদেশে তার তেমন কোনো নিকটাত্মীয় নেই।
 
ছানু মিয়ার মৃত্যুতে তার পরিবার ও স্বজনেরা বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। তারা এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগ গভীর শোক প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে ছানু মিয়া ১০/১২ দিন আগে গ্রামে ফেরেন বলে গ্রামবাসী জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।