ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাক্ষাতের সময় চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
সাক্ষাতের সময় চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিবে বিএনপি

নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সাক্ষাতের সুযোগ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিবে বিএনপি।

ঢাকা: নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সাক্ষাতের সুযোগ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিবে বিএনপি।  

এ উপলক্ষে বুধবার (২৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে খালেদা প্রস্তাব উত্থাপনের পরই তার একান্ত সচিব এবি এম সাত্তার রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোন দিয়ে সাক্ষাতের সময় চেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি। এরই পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) আবার সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।