ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়ন জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়ন জমা

নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা: নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে নারায়াণগঞ্জ ক্লাবে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।


সাখাওয়াত হোসেন বলেন, ১০ বছর পর আজ নারায়াণগঞ্জ জেগে উঠেছে। গণতন্ত্র হরণকারীদের প্রতীকের বিরুদ্ধে এটি গণতন্ত্র রক্ষাকারীদের প্রতীকের নির্বাচন। আমার শেষ রক্তবিন্দু যতক্ষণ থাকবে ততক্ষণ এ নির্বাচনে থাকবো। এটি আমার মর্যাদারর লড়াই।


তিনি বলেন, প্রশাসন নিরোপেক্ষ করতে হবে। এ প্রশাসনের অধীনে সুষ্ঠু নিরোপেক্ষ নির্বাচন করতে হলে প্রশাসন পরিবর্তন দরকার।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, সাবেক সাংসদ আবুল কালাম, সাবেক সাংসদ গিয়াস উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।