ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির ৩দিনের কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির ৩দিনের কর্মসূচি

কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

ঢাকা: কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শনিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রেসরিলিজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আকুণ্ঠ সমর্থন দিয়ে এদেশের মুক্তিযুদ্ধকে বেগবান করেছেন ফিদেল কাস্ত্রো। তার মৃত্যুতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১০টায় শহীদ আসাদ মিলনায়তনে স্থাপিত কমরেড ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচির সূচনা করবেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

এরপর থেকে মঙ্গলবার (২৯ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ সময় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টি পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও জানানো হয় ওই প্রেসরিলিজে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
আরআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।