ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘নেতাকে নয় জনগণকে খুশি করুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
‘নেতাকে নয় জনগণকে খুশি করুন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেতাকে নয়, জনগণকে খুশি করুন এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা: নেতাকে নয়, জনগণকে খুশি করুন এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় নগর ভবনের সামনে ঢাকার প্রথম মেয়র হানিফ স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

ওবায়দুল কাদের বলেন, বক্তব্যের শুরুতে এতো সম্বোধন কেন করেন। সম্বোধন দিয়ে নেতাকে খুশি করার দরকার নেই, জনগণকে খুশি করুন।

নেতাকর্মীদের নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, দু’বছর বেশি সময় নয়। এখনই ঘরে ঘরে যান।

তিনি বলেন, মানুষের মনের ভাষা বুঝতে হবে। এটা বুঝতেন প্রয়াত মেয়র হানিফ। এ কারণে তিনি মরেও মানুষের মাঝে অমর হয়ে আছেন।

সভায় ওবায়দুল কাদের মহানগর আওয়ামী লীগ সভাপতি কামরুল ইসলামসহ দলীয় নেতাদের কড়া সমালোচনা করেন।
 
এর আগে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
দলীয় নেতাদেরকে সম্বোধনের ব্যাপারে সতর্ক হতে বলেন ওবায়দুল কাদের।

দলীয় নেতাকর্মীদের তিনি বলেন ,  নির্বাচনের আর বাকি আছে দু’বছর। এটা খুব বেশি সময় নয়। কমিটি করছেন ভালো, কিন্তু পকেট কমিটি করবেন না। এর পরিণতি হবে ভয়াবহ। নির্বাচনে খেসারত দিতে হয়। আকর্ষণীয় কমিটি করুন। জনগণের কাছে আওয়ামী লীগকে গ্রহণযোগ্য করে তুলতে হবে।

নেতাদের সতর্ক করে তিনি বলেন, ক্ষমতার দাপটে কারও কারও পা মাটিতে পড়ে না এরকম নেতার প্রয়োজন নেই। এই রকম নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্মরণসভায় মহানগর আওয়ামী লীগ সভাপতি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নেতৃত্বের প্রতি অবিচল ছিলেন মেয়র হানিফ। তিনি এতোই জনপ্রিয় ছিলেন যে ঢাকার বাইরে গিয়েও দলের পক্ষে কাজ করতেন।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ঢাকার এমন কেউ নেই যে হানিফকে চিনতেন না।

স্মরণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র হানিফের ছেলে বর্তমান মেয়র সাঈদ খোকন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ছায়ার মতো অনুসরন করতেন বাবা। তিনি মানুষের কল্যাণে তার সারাজীবন ব্যয় করে গেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন-করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো বিলাল, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, উত্তরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২৮,২০১৬
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।