ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাসিক নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়ক গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
নাসিক নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়ক গয়েশ্বর  ছবি: আনোয়ার হোসেন রানা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচন পরিচালনা করবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচন পরিচালনা করবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করবেন- যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ সকল অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।