ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বরিশালে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরিশাল: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের হাতে মনোয়নপত্র জমা দেন।

এছাড়াও সদস্য পদপ্রার্থী কয়েকজন তাদের মনোনয়নপত্র জমা দেন।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইদুল ইসলাম ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক। আগামীকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।