ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
জাবিতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন কমিটিকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কর্মী সভা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আসন্ন কমিটিকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কর্মী সভা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই। আমরা আশা করি সেই সোনার মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাদের মধ্যে রয়েছে।

যোগ্য ও বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী কর্মীদের নেতৃত্বে আনা হবে। আগামী তিনদিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, যেখানে বিএনপি ছাত্র নেতাদের হাতে তুলে দেয় অস্ত্র সেখানে দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে তুলে দেন খাতা-কলম। শুধু মিছিল মিটিং করলেই হবে না, পাশাপাশি পড়াশোনা ও দেশ গড়ার কাজ করতে হবে বলে ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে বলেন তিনি।

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় কর্মীসভায় কেন্দ্রীয় ও জাবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘন্টা, ডিসেম্বর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।