ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাসিকে জাসদের মেয়র প্রার্থী প্রত্যাহারের আহ্বান ওবায়দুলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
নাসিকে জাসদের মেয়র প্রার্থী প্রত্যাহারের আহ্বান ওবায়দুলের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের- মেয়র প্রার্থীকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের- মেয়র প্রার্থীকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাসদ প্রার্থীকে প্রত্যাহার করে ১৪ দলের পক্ষে জোট প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে এ বিষয়ে ওবায়দুল কাদের আলোচনা করেছেন বলে জানা যায়।

নাসিকের এ নির্বাচনে জাসদ থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন।

সূত্র জানায়, শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভায় যোগ দিতে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার সেখানে গেলে ওবায়দুল কাদেরের সঙ্গে এ বিষয়ে কথা হয় তার।

এ বিষয়ে শিরিন আকতার বলেন, প্রার্থী দেওয়ার বিয়য়টি নিয়ে ১৪ দলের সঙ্গে আগে আলোচনা হয়নি। আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে আমরাও প্র্রার্থী দিয়েছি। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে জাসদের প্রার্থী প্রত্যাহারের জন্য বলেছেন। রোববার (৪ ডিসেম্বর) এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এসকে/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।