ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে জাপার দ্বি-বার্ষিক সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
মানিকগঞ্জে জাপার দ্বি-বার্ষিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জে জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ০৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহিদুর রহমান টেপা, মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এসএম আব্দুল মান্নান, মানিকগঞ্জ জেলার জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।