ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রংপুরে বাসদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রংপুরে বাসদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর সেদেশের  সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী)।

রংপুর: মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর সেদেশের  সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী)।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাসদের রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য পলাশ কান্তি নাগ, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতুসহ জেলা নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।