ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২০১৯ সালের নির্বাচনে হা‌সিনাকে বিজয়ী করুন: না‌সিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
২০১৯ সালের নির্বাচনে হা‌সিনাকে বিজয়ী করুন: না‌সিম ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বাস্থ্য ও প‌রিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ না‌সিম বলেছেন, ২০১৯ সালে ‌যে নির্বাচন হবে সেই নির্বাচনে শেখ হা‌সিনাকে নির্বা‌চিত করুন। মানুষ আগুন-সন্ত্রাস চায় না, উন্নয়ন চায়।

ঢাকা: স্বাস্থ্য ও প‌রিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ না‌সিম বলেছেন, ২০১৯ সালে ‌যে নির্বাচন হবে সেই নির্বাচনে শেখ হা‌সিনাকে নির্বা‌চিত করুন। মানুষ আগুন-সন্ত্রাস চায় না, উন্নয়ন চায়।

শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে বনানী মাঠে আদিবাসী গারো‌ সম্প্রদায়ের 'ঢাকা ওয়ানগালা' উৎসবে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।  

তি‌নি আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে নতুন করে আরো কয়েক হাজার নার্স নেওয়া হবে। এক্ষেত্রে গারোদের প্রাধান্য দেওয়া হবে। ‌যেসব গারো সম্প্রদা‌য়ের মানুষ আবেদন করবেন তাদের সবাই‌কে নেয়া হবে।

মন্ত্রী বলেন, অসাম্প্রদা‌য়িক বাংলাদেশ চায় আওয়ামী লীগ। এ সরকার আ‌দিবাসীর সমস্যাগু‌লো সমাধান করবে। সরকারের কাছে সব ধর্মালম্বীর জনগোষ্ঠি সমান।

ঘরে ধান উঠানোর সময় গারোরা এ উৎসব আয়োজন করে প্র‌তিবছর।  
উৎসবের শুরুতে ওয়ানগালা সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‌উৎসবে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য জুয়েল আরং, আওয়ামী লীগের নির্বাহী সদস্য রেমন্ড আরেং, ১৮ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর জা‌কির হোসেন বাবুল, সাংবা‌দিক নি‌খিল মান‌কিন।  

সভাপ‌তি‌ত্ব করেন ঢাকা ওয়ানগালার নকমা প্রীতিসন পৌল মূ।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।