ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সব মুক্তিযোদ্ধাকে এক হয়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সব মুক্তিযোদ্ধাকে এক হয়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


 
মুক্তিযোদ্ধাদের ইতিহাস নিয়ে চর্চা করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, নিজেদের পরিবারের কাছেও মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করুন। তাতে নানান অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সন্তানরা বিরত থাকবে।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহামুদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ বায়েজিদ প্রমুখ।

পরে ২১৭ জন মুক্তিযোদ্ধার মধ্যে সাত লাখ ৮৪ হাজার টাকা অনুদানের চেক বিরতণ করেন শিল্পমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এমএস/আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।