ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘন: সাখাওয়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘন: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানের সংবাদ সম্মেলন ‘আচরণবিধি লঙ্ঘন’...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমানের সংবাদ সম্মেলন ‘আচরণবিধি লঙ্ঘন’ বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান।

শনিবার (১০ ডিসেম্বর) সাখাওয়াত হোসেন খান গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন।

 

তিনি বলেন, এভাবে একজন এমপি সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালানো ও নেতাকর্মীদের চাপ দেয়ার বিষয়টি আচরণ বিধি লঙ্ঘনের শামিল।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর আইন দেখে জবাব দিতে পারবো।
 
সাখাওয়াত বলেন, এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে এমপি ও নেতাদের ডেকে নিয়ে বৈঠক করেছেন। সেটাও সঠিক হয়নি।
 
৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক’ এ নৌকা প্রতীকের পক্ষে সংবাদ সম্মেলন করেন শামীম ওসমান।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।