ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপি’র আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বগুড়ায় বিএনপি’র আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ায় জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বগুড়া: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়ায় জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
 
এছাড়াও সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু, পরিমল চন্দ্র দাস ও মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমবিএইচ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।