ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় ইকবাল হোসেন রাকিব (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় ইকবাল হোসেন রাকিব (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা বাবর উদ্দিন পিয়াস (২২) নামে আরো এক যুবক।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার বসুরহাট-নতুনবাজার সড়কের শফিক চেয়ারম্যানের বাড়ির দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইকবাল হোসেন রাকিব জেলার কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের লকিয়ত উল্লাহ বাড়ির মোজাম্মেল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক।  

আহত বাবর উদ্দিন পিয়াস একই উপজেলার আশরাফপুর গ্রামে ফরাজি বাড়ির বাহার উদ্দিনের ছেলে।

নিহত রাকিবের চাচা ও বাটাইয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে দুই বন্ধু সাকিব ও পিয়াসকে নিয়ে মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের নতুন বাজার থেকে বাড়ি ফিরছিলেন রাকিব। পথে ওই এলাকায় আসার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। এতে রাকিব ও পিয়াস গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত পিয়াস হাসপাতালে চিকিৎসাধীন।


বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।