ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধানের শীষকে সমর্থন দিয়ে সরে গেলেন কামাল প্রধান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ধানের শীষকে সমর্থন দিয়ে সরে গেলেন কামাল প্রধান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মেয়র প্রার্থী কামাল প্রধান।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মেয়র প্রার্থী কামাল প্রধান।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় শহরের শায়েস্তা খান রোডের বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দিপু ভূঁইয়ার বাড়িতে মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কামাল প্রধান।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কামাল প্রধান বলেন, ‘আমরা ২০ দলে আছি এবং আমাদের নেত্রী খালেদা জিয়া। তাই আমি আমাদের নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে এ নির্বাচনে বিএনপি প্রার্থী ও ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি নিজে আজ থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে কাজ শুরু করবো এবং মানুষের কাছে ভোট চাইবো’।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘কামাল প্রধান আমাদের প্রার্থী ও ধানের শীষের প্রতি সম্মান দেখিয়ে সরে গিয়ে আমাদের পক্ষে মাঠে নামবেন। তার এ সিদ্ধান্তকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানাচ্ছি। আমাদের ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। আর তা উপলদ্ধি করতে পেরেই কামাল প্রধান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, এলডিপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।