ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সারিয়াকান্দিতে উপজেলা আ’লীগের মতবিনিময়

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সারিয়াকান্দিতে উপজেলা আ’লীগের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সাহাদারা মান্নান অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নাননের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। এসময় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুল‍ু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, নির্বাচনে সদস্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাস্টার, মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এনটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।