ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের গণসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

 

রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৪৫ জনের একটি দল নৌকার পক্ষে নারায়ণগঞ্জের ১২নং ওয়ার্ড থেকে ১৬নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

 

কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে এ প্রচারণায় নারায়ণগঞ্জ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরাও যোগদান করে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
 
গণসংযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম দিদার, সায়েম খান, সহ-সভাপতি আবু সাঈদ, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইনসহ নেতাকর্মীরা আইভীর পক্ষে গণসংযোগ করেছেন।
 
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়াত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুগ্ম সম্পাদক আজিজুল হক আজিজ, নূরে আলম রঞ্জু, আরিফ হোসেন, আলী আকবর, মামুন মোল্লা, আরাফাত রহমান খুশবু, নাহিদ হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।