ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১০ জানুয়ারি জনসভা করবে আওয়ামী লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
১০ জানুয়ারি জনসভা করবে আওয়ামী লীগ

ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভার কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভার আয়োজন করা হবে।

ঢাকা: ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভার কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভার আয়োজন করা হবে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচির কথা জানান।

এর আগে আওয়ামী লীগের যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা যৌথসভায় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১০ জানুয়ারি ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন। এ দিনটিতে আমরা জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। ওইদিন বেলা আড়াইটা থেকে জনসভা শুরু হবে’।

ওবায়দুল কাদের বলেন, ‘আশা করছি, এটি ঐতিহাসিক জনসভায় রূপ নেবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় দিকে-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। জনসভাকে সফল করতে আমাদের জাতীয় নেতারা ঢাকার বিভিন্ন স্থানে জনসংযোগ-গণসংযোগ করবেন’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,  দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।