ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘না. গঞ্জে নীরব ভোট বিপ্লবে ধানের শীষকে বিজয়ী করুন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
‘না. গঞ্জে নীরব ভোট বিপ্লবে ধানের শীষকে বিজয়ী করুন’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে দলের মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও ধানের শীষের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে দলের মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও ধানের শীষের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। নীরব ভোট বিপ্লবের মাধ্যমে তাকে বিজয়ী করারও আহ্বান জানিয়েছেন তিনি।

   

 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সোমবার (১৯ ডিসেম্বর) বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মী এবং জনগণের প্রতি এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘আমি আশা করি, আপনারা নারায়ণগঞ্জে ২২ ডিসেম্বর নীরব ভোট বিপ্লব ঘটাবেন। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী ফলাফল শেষে বিজয় নিয়ে ঘরে ফিরবেন’।

নারায়ণগঞ্জের জনগণ এবং বিএনপি ও ২০ দলের নেতাকর্মী-সমর্থকদেরকে ঐক্যবদ্ধ থাকা এবং যেকোনো উস্কানির মুখে সংযম ও শান্তি অক্ষুন্ন রাখার আহ্বানও জানান বিএনপি প্রধান।

তিনি বলেন, ‘সময়মতো ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন। মনে রাখবেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আপনাদের ভোট দেওয়ার ও অন্যান্য অধিকার ফিরিয়ে আনাসহ শান্তি স্থাপনে এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ’।
 
‘আমি আশা করি, ভোটের আগে ও পরেও আপনাদের নিরাপত্তা ও শান্তি অক্ষুন্ন থাকবে’।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সরকার সমর্থিতদের দ্বারা বিরোধী দলের প্রার্থীদের কিছু ভয়-ভীতি প্রদর্শন ও নির্বাচনী প্রচারে বাঁধা দেওয়ার ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি। আমি নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল এবং সর্বোপরি ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ভোটের দিন এবং এর আগে-পরে পুরো নারায়ণগঞ্জে যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘœ পরিবেশ বজায় থাকে’।
 
বিএনপি পরীক্ষিত ও যোগ্য ব্যক্তিদের কাউন্সিলার পদে মনোনয়ন দিয়েছে দাবি করে মেয়র প্রার্থীর পাশাপাশি তাদেরকেও নির্বাচিত করার আহ্বান জানান খালেদা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।