ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দক্ষিণ কোরিয়া বিএনপি’র সভাপতি নুরুল আমিন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
দক্ষিণ কোরিয়া বিএনপি’র সভাপতি নুরুল আমিন আর নেই নুরুল আমিন চৌধুরী

দক্ষিণ কোরিয়া বিএনপি’র সভাপতি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আলহাজ মাস্টার নুরুল আমিন চৌধুরী (৫০) আর নেই।

লক্ষ্মীপুর: দক্ষিণ কোরিয়া বিএনপি’র সভাপতি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আলহাজ মাস্টার নুরুল আমিন চৌধুরী (৫০) আর নেই।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইিহ রািজউন)।

কমলনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী নিহতের ছেলে মিজান চৌধুরীর বরাত দিয়ে বাংলািনউজকে তার মৃত্যুর বিষয়টি জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুর খবর পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।