ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ার গাবতলীতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
বগুড়ার গাবতলীতে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার গাবতলী উপজেলায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।


 
উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলটন হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ আজম খান।
 
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএমএ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও বিএমএ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু।
 
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহনুল খাওলা রোহনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহানুর রহমান সাকিল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সনৎ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, শহর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতা, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, শামীম, জিয়াউর রহমান জুয়েল, দেলোয়ার হোসেন দিলু, রেকসেনা জালাল, নাজমা আক্তার, মুকুল, রুবেল, তাকবির, তমাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।