ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ওয়াদা পালন করেছি, জনরায়ে আমাদের বিজয় হবে: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ওয়াদা পালন করেছি, জনরায়ে আমাদের বিজয় হবে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আমরা যে ওয়াদা দিয়েছিলাম সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি।

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আমরা যে ওয়াদা দিয়েছিলাম সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি।  

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, নাসিকে শান্তিপূর্ণ নির্বাচনের একটা রেকর্ড হয়েছে বলে আমি মনে করি। এ নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। সব জল্পনা-কল্পনা অমূলক হয়েছে।  

তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে হওয়ায় নারায়ণবাসীকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই। জনরায়ে আমাদের বিজয় হবে বলে আশা করছি।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬ 
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।