ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৩০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আইভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
৩০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আইভী

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ৩০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এগিয়ে রয়েছেন।

নারায়ণগঞ্জ: প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ৩০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এগিয়ে রয়েছেন।  

রাত পৌনে ৮টা পর্যন্ত আইভি পেয়েছেন ২৬১৩২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাখাওয়াত হোসেন পেয়েছেন ১৪১৯৮ ভোট।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ ক্লাবে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার এ ফলাফল ঘোষণা করেন।

১৭৪টি কেন্দ্রের মধ্যে রাত ৮টা পর্যন্ত ৩০টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। যাতে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। তাদের মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ এবং ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন নারী।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার ভোটের হার ছিল ৬৫ শতাংশ। গতবার যা ছিল ৬৯ শতাংশ।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।