ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে ২৩ নং ওয়ার্ডের ভোট ফের গণনার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
না.গঞ্জে ২৩ নং ওয়ার্ডের ভোট ফের গণনার দাবি

নারায়ণগঞ্জ বন্দরের ২৩ নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ফলাফল বাতিল ও ফের ভোট গণনার দাবি জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাউসার আশা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরের ২৩ নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ফলাফল বাতিল ও ফের ভোট গণনার দাবি জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাউসার আশা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) এ দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রমাণ দলিলসহ আবেদন করেছেন তিনি।

বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগের কথা জানিয়ে কাউসার বলেন, নির্বাচনে বাইরে ভালো পরিবেশ দেখিয়ে ভিতরে ডিজিটাল কারচুপি করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স আমাদের ভোটারদের একটু পর পর ধাওয়া দেওয়ায় এবার ভোটার উপস্থিতিও কম ছিল।

এ সময় তিনটি কেন্দ্রের কাগজ দেখিয়ে তিনি বলেন, এখানে আপনারা দেখেন একটি কেন্দ্রের ফলাফলে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নেই, আরেকটিতে সিল নেই এবং আরেকটিতে কোনো পুলিং এজেন্টের নাম বা স্বাক্ষর নেই।

এ ফলাফলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আপিল করবেন বলে জানান এ কাউন্সিলর প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।