ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের মা মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের মা মারা গেছেন

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মা রওশানারা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহ…)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মা রওশানারা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহ…)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


 
শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটে তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
 
রাত ১২টা ৪৪ মিনিটে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য জানান।
 
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
মরহুমার নামাজে জানাজা ও দাফন কোথায় সম্পন্ন হবে তা তাৎক্ষণিকভাবে যানা যায়নি। পরিবারের সদস্যরা একখানে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।