ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নাসিরনগরের ঘটনায় আ'লীগ নেতা আহাদের রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
নাসিরনগরের ঘটনায় আ'লীগ নেতা আহাদের রিমান্ড মঞ্জুর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

কোর্ট ইন্সপেক্টর জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শওকত হোসেন গ্রেফতারকৃত  শেখ আব্দুল আহাদের দ্বিতীয় দফায় পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।

আদালতের বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাসিরনগর উপজেলা সদরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে শেখ আব্দুল আহাদকে ২৭ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের ঘোষপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।