ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এবারের নির্বাচন এককভাবে করবো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
এবারের নির্বাচন এককভাবে করবো জাতীয় পার্টির মহাসমাবেশে বক্তব্য রাখছেন হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি; মুজিবুর

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জোটগতভাবে নির্বাচন করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবারের নির্বাচন আমরা এককভাবেই করবো।

রোববার (০১ জানুয়ারি) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে এ ঘোষণা দেন এরশাদ।

দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মহাসমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি।

এরশাদ বলেন, জনগণের মনে প্রশ্ন আছে, নির্বাচনে জয়ী হলে আমরা কি দেবো। আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করবো।  

সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার ব্যবস্থা দিয়ে দেশ চলতে পারে না। আমার সময় যে উন্নয়ন হয়েছে, এত উন্নয়ন আর কোনো সরকারের আমলে হয় নাই।

তিনি আরও বলেন, নির্বাচন পদ্ধতির পরিবর্তন করবো। উপজেলা পদ্ধতিরও পরিরবর্তন করবো।

সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরির ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য কোটার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এরশাদ বলেন, দেশে হাজারো বেকার যুবক ঘুরে বেড়াচ্ছেন সংসারের বোঝা হয়ে, তাদের চাকরির ব্যবস্থা করবো। ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করবো।  

আক্ষেপ করে তিনি বলেন, আমি হয়তো বেশিদিন বাঁচবো না। হয়তো এটাই আমার শেষ নির্বাচন। এ নির্বাচনে আমি ক্ষমতায় আসতে চাই। আপনাদের মধ্যেই আমি বেঁচে থাকতে চাই।

মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন- বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও এলজিআরডির প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
জেডএফ/পিসি

***এরশাদের মামলার বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বলবেন রওশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।