ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে ছাত্রলীগের র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে ছাত্রলীগের র‌্যালি

সিলেট: ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে সিলেটে জেলা ছাত্রলীগ।

বুধবার (৪ জানুয়ারি) নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।

পরে র‌্যালি শেষে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মো. আবু জাহিদ, আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুল মোমিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আজাদুর রহমান আজাদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়মী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শামসুল ইসলাম, শেখ মখলু মিয়া, কবির উদ্দিন, ইসতিয়াক আহমদ চৌধুরী, জগলু চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্মআহ্বায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, আসাদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, কাতার আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি আবু তাহের, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রকিব বাবলু, মনিরুজ্জামান সেলিম, সৈয়দ বেলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।