ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠান

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জে যারা এ প্লাস পেয়েছে এমন ১৪০ জন ছাত্র-ছাত্রী মধ্যে বই বিতরণ করে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মৃধার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

এসময় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ সভাপতি নুরুল করিম জুয়েলসহ মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।