ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
রাজশাহীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল রাজশাহীতে আনন্দ মিছিল/ ছবি: বাংলানিউজ

রাজশাহী: গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস উপলক্ষে রাজশাহীতে আনন্দ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসএস/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।