ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় ছাত্রলীগের সহ-সভাপতিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
নেত্রকোনায় ছাত্রলীগের সহ-সভাপতিকে কুপিয়ে জখম

নেত্রকোনা: নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সত্যজিৎ দাস সৈকতকে (২৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে পৌরসভার নাগড়া এলাকার জেলা পরিষদ কার্যালয়ের পাশের ঈদগাহ মাঠে এ হামলার ঘটনা ঘটে।

 

সৈকত শহরের নিউটাউন এলাকার বীর মুক্তিযোদ্ধা শংকর দাসের ছেলে।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিবুল ইসলাম শাওন জানান, বৃহস্পতিবার দিনগত রাতে সৈকতের মাথায়, হাতে ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা।

এসময় তাকে গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নিতে গেলে সৈকতের বন্ধু শুভ ও রাজীব তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শাওন আরও জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা অনেকেই সাতপাই এলাকার বাসিন্দা। এর আগেও তারা সৈকতকে হত্যার হুমকি দিয়েছে।

এদিকে রাতে ঘটনার পরই সৈকতকে দেখতে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ছানোয়ার হোসেন।

তিনি বাংলানিউজকে জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।