ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় জামায়াত-শিবিরসহ গ্রেফতার ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
গাইবান্ধায় জামায়াত-শিবিরসহ গ্রেফতার ২০

গাইবান্ধা: গাইবান্ধায় অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় জামায়াত-শিবিবের ছয় কর্মীসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৮ জানুয়ারি) রাত থেকে রোববার সকাল পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জসহ ছয় উপজেলায় এ অভিযান চালানো হয়। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

এদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশকিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া জেলার ছয় থানায় মাদকসহ অন্যান্য মামলার আরও ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

তবে তিনি তাদের নাম পরিচয়-জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।