ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে ২ বিএনপি নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
পটুয়াখালীতে ২ বিএনপি নেতা কারাগারে

পটুয়াখালী: সারা দেশে ক্ষোভ কর্মসূচির আগে গ্রেফতার হওয়া পটুয়াখালী জেলা বিএনপি’র দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে তাদের ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম।

এর আগে, শনিবার (০৭ জানুয়ারি) দিনগত রাতে শহরের আরামবাগ ও ডিসির বাংলোর পেছনের সড়কের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার করা বিএনপি নেতাকর্মীরা হলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম।

ওসি তারিকুল ইসলাম জানান, গ্রেফতার করা বিএনপি নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা জানুয়ারি ০৮, ২০১৭
এমএস/বিএসকে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।