ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে শাহীনুর আহ্বায়ক, রাসেল যুগ্ম আহবায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
ময়মনসিংহে শাহীনুর আহ্বায়ক, রাসেল যুগ্ম আহবায়ক  কমিটি অনুমোদন দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ছবি: অনিক খান

ময়মনসিংহ: শাহীনুর রহম‍ানকে আহ্বায়ক ও রাসেল পাঠান ও রাসেল আব্দুল্লাহকে যুগ্ম আহ্বায়ক করে ময়মনসিংহ মহানগর যুবলীগ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ ২২ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

এ সময় ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ফ্যাশন ডিজাইনার রাসেল আহম্মেদ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

শাহীনুর রহমান বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন, জনগণের ক্ষমতায়ন’ এ নীতি সুদৃঢ় করতেই মহানগর যুবলীগ কাজ করবে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমএএএম/আরআর/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।