ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
কুষ্টিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় লুৎফর রহমান সাবু (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গোরস্থানের কাছে এ হত্যাকাণ্ড হয়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।  

স্থানীয়রা জানায়, সাবু কিছুদিন আগে বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন।

তবে কোনো দলেই তার কোনো পদ ছিল না। তার বাড়ি ওই একই এলাকায়।

এদিকে, সাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাসদ নেতা মশিউর রহমান মিলনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সাবু ও চেয়ারম্যানের মধ্যে বিরোধ ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।