ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ময়মনসিংহে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল / ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় উপজেলা ছাত্রলীগ।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রাকিব।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাকির আহমেদ খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ খান, ফাহিম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সারোয়ারকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

এর আগে, ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার হাজি সাদত প্লাজার গলিতে সারোয়ারকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।