ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে যুবদলের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ময়মনসিংহে যুবদলের আনন্দ মিছিল ময়মনসিংহে আনন্দ মিছিল/ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে উত্তর জেলা যুবদল।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর কাচারী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় পুলিশ ব্যারিকেড দিলে যুবদল নেতারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক শামসুল হক শামছুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জেলা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন, আ.আজিজ, যুবদল নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সানোয়ার হোসেন খান, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এমএএএম/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।