ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজাকার-জঙ্গি নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
রাজাকার-জঙ্গি নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

গণতান্ত্রিক উপায়ে ইসি গঠন না হলে বিএনপি আন্দোলনে নামবে, এমন প্রশ্নের তিনি বলেন, নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। খালেদা জিয়া আগে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়ুক।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেওয়ার পরে অনির্বাচিত সরকার গঠনের আর কোনো অবকাশ বাংলাদেশে নেই।

এসময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।