ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাদুল্যাপুরে নিখোঁজ আ’লীগ ও যুবদল নেতা দিনাজপুরে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
সাদুল্যাপুরে নিখোঁজ আ’লীগ ও যুবদল নেতা দিনাজপুরে উদ্ধার

গাইবান্ধা: নিখোঁজ হওয়ার ১১ দিনপর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আওয়ামী লীগ নেতা প্রিন্স ও যুবদল নেতা শাপলাকে দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দিনগত রাতে দিনাজপুরের পারবর্তীপুর উপজেলার খোলাহাটি এলাকা তাদের উদ্ধার করা হয়।

মাইদুল ইসলাম প্রিন্স নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শফিউল ইসলাম শাপলা নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ নেতা প্রিন্স ও শাপলা বাংলানিউজকে জানান, রাতে অপহরণকারীরা তাদের দুই জনকে খোলাহাটি এলাকায় রেখে যায় ।

বিষয়টি তারা পরিবারকে জানালে রাতেই স্বজনরা তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। কারা তাদের অপহরণ করেছিলেন সে বিষয়ে তারা কিছুই জানাতে পারেননি।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, চার নেতা নিখোঁজ হওয়ার ঘটনায় সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরআগে আওয়ামী লীগের দুই নেতা জিম ও সাদেক নিখোঁজের পর বাড়ি ফেরেন।

১০ জানুয়ারি সকালে নলডাঙ্গা রেল‍গেট থেকে প্রিন্সকে ও কাচারী বাজার এলাকা থেকে শাপলাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দুর্বৃত্তরা তাদের অপহরণ করেন। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

**সাদুল্যাপুরের নিখোঁজ দুই আ’লীগ নেতার খোঁজ মিললো সৈয়দপুরে

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।