ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেলকুচিতে বিএনপি নেতাকর্মীদের আ.লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বেলকুচিতে বিএনপি নেতাকর্মীদের আ.লীগে যোগদান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাতে বেলকুচির আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার হাতে ফুলের নৌকা দিয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

নেতাকর্মীদের মধ্যে- বেলকুচি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরু, উপজেলা বিএনপির সদস্য আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক থানা যুবদল মাসুদ রানা, হাসানুল হক রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মাসুদ রানা বাচ্চুসহ উপজেলা বিএনপি, রাজাপুর ইউনিয়ন বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

এর আগে ওই বিদ্যালয় মাঠে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফী জি খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর মেয়র আশানূর বিশ্বাস, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, জনুয়ারি ২২, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।