ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘যুবলীগে দালালদের জায়গা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
‘যুবলীগে দালালদের জায়গা নেই’ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন- ছবি: সাকিল আহমেদ

ঢাকা: যুবলীগে দালালদের জায়গা নেই বলে মন্তব্য করেছেন যুবলীগের সভাপতি মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওমর ফারুক বলেন, সংগঠন মানে আন্দোলন, আন্দোলন মানে সংগঠন।

যুবলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। কারো করুণার পাত্র নয়। যু্বলীগ বিক্রি হবার বিষয় নয়। এখানে দালালি করে কোনো লাভ নেই।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সম্মেলনে সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমসি/এসআরএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।