ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে জামায়াতের তিন নেতা আটক  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বরিশালে জামায়াতের তিন নেতা আটক    

বরিশাল: বরিশালে জামায়াতের তিন নেতাকে আটক করেছে মেট্রোপলিটন কোতায়ালি মডেল থানা পুলিশ।রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের পাঁচগাও এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বরিশাল মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি মিজানুর রহমান, জাগুয়া ইউনিয়ন জামায়াতের নেতা তোফাজ্জল তালুকদার ও মাজেদ লস্কর।  
 
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের
জানান, আটক তিনজনের মধ্যে মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি মিজানুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের তিনটি মামলা রয়েছে।

তিনি রাতে পাঁচগাও এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করে। এসময় তার সঙ্গে থাকা অপর দুই জামায়াত নেতাকে আটক করা হয়ে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমএস/আরইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।